সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন জাল কুরী মধুগড় এলাকা থেকে কামরুন্নাহার মনিকে আদালত কতৃক গ্রেফতারী পরোয়ানায় আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। তথ্য মতে জানা যায় জাল কুরী মধুগড় এলাকার বাসিন্দা মৃত: বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এর মেয়ে কামরুন্নাহার মনি, মাতাঃ নিলুফা বেগম তাঁরা বিভিন্ন এনজিও ও মানুষের কাছে বিভিন্ন সমস্যা দেখিয়ে ধার হিসেবে অর্থ নেয়। তাদের বাড়ি মেরামত করার জন্য মামলার বাদীর নিকট ৮ লক্ষ টাকা ০২ মাসে ফিরিয়ে দেওয়ার কথা বলে ধার বাবদ গ্রহণ করে পরবর্তীতে ০২ লক্ষ টাকা ফিরত দেয় ও বাকী ০৬ লক্ষ টাকার সোনালী ব্যাংক গোদ নাইল শাখার একটি চেক দিয় বলেন আমার এই একাউন্টে টাকা জমা হবে আপনি তোলে নিয়েন। কিন্তু মামলার বাদি ০২ মাস সময় অতিক্রম হলে ব্যাংকে যোগাযোগ করে জানতে পারে তার একাউন্টে কোন টাকা জমা হয়নি।
পরবর্তীতে মামলার বাদি কামরুন্নাহার মনি ও তার মা নিলুফা বেগমের সাথে যোগাযোগ করলে দেই দিচ্ছি বলে সময় নিতে থাকে একপর্যায়ে তারা মামলার বাদীকে টাকা ফিরত দিবেনা বলে গালি গালাজ করে এবং বিভিন্নভাবে হুমকি দিয়ে বলে বেরায় তারা বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলো ও তার ভাই একজন পুলিশ কর্মকর্তা। টাকার জন্য তাদের বাসায় গেলে বিভিন্ন মিথ্যা মামলা ও যেকোনো ধরনের ক্ষতি করার কথা বলে হত্যার হুমকি দেয়।
এমতাবস্থায় মামলার বাদি কামরুন্নাহার মনির দেওয়া সোনালী ব্যাংকের চেকটি desioner করে নারায়ণগঞ্জ বিজ্ঞ চিপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মোকদ্দমা দায়ের করেন যাহারা নং - সি আর-৮০/২৩ইং উক্ত মামলার কামরুন্নাহার মনি সমোন পাওয়া সত্ত্বেও আদালতে হাজির না হওয়ায় বিজ্ঞ আদালত আসামি কামরুন্নাহার মনিকে গ্রেফতার করার জন্য সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে আদেশ দিলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কয়েক বার তাকে গ্রেফতার করতে গেলে সে পালিয়ে যায়। এসআই ইয়াউর রহমান ও এএসআই শামসুল হক সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ৩০ (আগষ্ট) ২০২৩ইং বিকাল ৪:৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে আসামি কামরুন্নাহার মনিকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা হেফাজতে নিয়ে আসে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) গোলাম মোস্তফা জানান কামরুন্নাহার মনি ওয়ারেন্ট ভুক্ত আসামি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানা হেফাজতে নিয় এসেছে। গ্রেফতার কৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য