মোঃ মিনহাজ আলম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীরকে কটাক্ষ করে ভুয়া চেকের ছবি দিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দেয়ায় ঠাকুরগাঁও অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জয়নাল আবেদীন বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন।
এসময় মামলার বাদি জয়নাল আবেদীন জানান, যাচাই বাছাই না করে একজন সন্মানী ব্যাক্তিকে কটাক্ষ করে সন্মানহানি করতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া চেকের ছবি দেয়া হয়েছে। যা অত্যান্ত নিন্দনীয়।
তাই আজ দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রমেশ কুমার দাগা’র বরাবরে মামলার কাগজপত্র দাখিল করা হয়। আশা করা হচ্ছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
এ মামলায় ফেইসবুক ব্যবহারকারি মেহেদী হাসান রনি নামে একজনকে আসামী করে ৫০০ কোটি টাকার মানহানিকর মামলা করা হয়েছে।
এসময় জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আব্দুল হালিমসহ জেলা বিএনপি’র শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য