মোঃ জিয়াউল ইসলাম,
বরগুনার পাথরঘাটা মুন্সীর হাট এলাকা থেকে বি আর টি সি - খুলনা মেট্রো-হ ১৫ ৫৬ ৮৪ পরিবহন এর বাঙ্কার থেকে এক বস্তা আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে কোস্টগার্ড দক্ষিন জোনের ষ্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট এম হাসান মেহেদী।
১ লা সেপ্টেম্বর রোজ শুক্রবার দুপুর পৌনে ১১ টার দিকে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মুন্সিরহাট এলাকা থেকে পাথরঘাটা টু খুলনা বিআরটিসি খুলনা মেট্রো পরিবহন থেকে বস্তায় মোড়ানো বাসের বাঙ্কার থেকে ৬টি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিদেশি মদসহ শেখ মমিনুল ইসলাম (৩২) নামের এক যুবককে আটক করেছে পাথরঘাটা কোস্টগার্ড।
এদিকে জানা যায়, শুক্রবার বিকেল আড়াই টার দিকে প্রেসব্রিফিং এর মাধ্যমে সাংবাদিককের এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড অফিস। এর আগে বেলা পৌনে ১১ টার দিকে খুলনা থেকে পাথরঘাটার উদ্যেশ্যে ছেড়ে আসা বিআরটিসি বাস মুন্সিরহাট এলাকা থেকে আটক করা হয়। সেখান থেকে শেখ মমিনুল ইসলাম (৩২) সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাগুরাভাঙ্গা গ্রামের মৃত শেখ আনসারুল্লাহ আজাদের ছেলে কে অস্ত্রসহ আটক করা হয়।
আগ্নেয়াস্ত্র গুলো হলো, এয়ারগান নিউ ডাইনা-৩৫ মডেলের ৫ টি, মেকানাইজ বিদেশি পিস্তল নাইন এমএম ১টি, ৫ রাউন্ড তাজা গুলি, ১ বোতল বিদেশি মদসহ নগদ ৩৫০ টাকা। নিজের ব্যবহৃত অনন্য সামগ্রী।
পাথরঘাটা দক্ষিণ জোন কোস্টগার্ড অফিসে যোগাযোগ করা হলে, দক্ষিন জোনের ষ্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট এম হাসান মেহেদী জানান,আটককৃত ব্যক্তি খুলনা থেকে পাথরঘাটা আসে এখান থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে এই অস্ত্রের চালান নিয়ে যাবে এমন প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, পাথরঘাটা থানায় হস্তান্তর করে আমরা যথাযথ নিয়ম আইন মেনে তার বিরুদ্ধে মামলা দায়ের করব এবং মূল তথ্য উদঘাটনের জন্য রিমান্ডের আবেদন করা হবে।
মন্তব্য