মুনতাসির তাসরিপ, বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে চাচার চুরিকাঘাতে মো. আল-আমিন নামে এক যুবক নিহত হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নে মিলঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন আদাবাড়িয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের মো. শানু মৃধার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাউফল থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মো. মিজানুর রহমান। স্থানীয় সূত্রের বরাত দিয়ে তিনি জানান, চাচা মোতালেব মৃধার সাথে নিহত যুবকের পরিবারের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় ওই যুবক মিলঘর বাজার থেকে বাড়িতে আসার পথে ৪/৫ জন অস্ত্রধারী লোক তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই মো. শামিম মৃধা বলেন, ‘প্রায় ১ বছর ধরে চাচা মোতালেব ও জাফর মৃধার সাথে আমাদের জমিজমা নিয়ে দ্বন্দ্ব চলছিল। সন্ধ্যার পর মিলঘর বাজার থেকে আল-আমিন বাড়ি যাচ্ছিলেন। আমি ওর পিছনে পিছনে ছিলাম। আলআমিন ফকির বাড়ির কাছে গেলে আগে পূর্ব থেকে ওত পেতে থাকা মোতালেব মৃধা, তার ছেলে মামুন, লাবিব, জাফর মৃধাসহ ৪/৫ জন হাতুড়ি, লোহার পাইপ, দেশীয় অস্ত্র ও সুইচগিয়ার চাকু নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। ডাক চিৎকার শুনে আমি দৌঁড়ে গেলে তারা আমার ভাইকে ফেলে রেখে চলে যায়।
এবিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিফুল হক বলেন, জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে
মন্তব্য