মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
 

মালচিং পদ্ধতিতে গ্রীষ্মকালিন তরমুজ চাষে সফল কৃষি উদ্দ্যোগতা সমিরুল ইসলাম

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৩

---

মোঃ মিনহাজ আলম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৩ নং খনগাও ইউনিয়নের শিমুলবাড়ি এলাকার কৃষক সমিরুল ইসলাম। মালচিং পদ্ধতিতে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে সফল এই উদ্যোক্তা ।

মালচিং পদ্ধতিতে তার চাষ করা ব্ল্যাকবেরি ও সুইট বেরি জাতের তরমুজ ঝুলছে মাচার ফাকে ফাকে তার এই মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ দেখে উদ্বুদ্ধ হচ্ছেন অনেকে। আগ্রহী হয়ে পরামর্শ নিচ্ছেন কৃষি অফিস থেকে। এতে করে জেলায় তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা, এর ফলে সৃষ্টি হচ্ছে কৃষি কর্মীদের কর্মসংস্থানের।

তিনি নিয়মিত পরিচর্যা ও পোকা দমনে ব্যবহার করছে ফেরোমন ফাঁদ। ফেরোমন ফাঁদ ব্যবহার করে মাত্র দু মাসের মধ্যে ভালো ফলন পাওয়া যায়। ফেরমন ফাঁদে ব্যবহার করা হচ্ছে প্লাস্টিকের বয়াম এটি কিছুটা ব্যয়বহুল। তবে অনেক কৃষক খরচ কমাতে ব্যবহার করছে সেভেন আপ, ইসপ্রাইড, ও পেপসির বোতলগুলো এতে করে খরচ কিছুটা কম হচ্ছে তাদের।

দুই বিঘা জমি জুড়ে ব্ল্যাকবেরি ও সুইটবেরি নামে দুটি জাতের তরমুজ চাষ করেছেন উদ্যোক্তা সমিরুল ইসলাম। ফলন হয়েছে বেশ ভালো এখন অপেক্ষা শুধু বাজারজাত করণের।

আরো জানতে চাইলে তিনি যুগের কন্ঠস্বরকে বলেন, আমি গতবারেও গ্রীষ্মকালীন তরমুজের চাষ করছিলাম কিন্তু সে বারে তেমন সফলতা পায়নি অনেক টাকা লস হয়েছে। এবারে মনের আক্ষেপে মালচিং পদ্ধতিতে ব্ল্যাকবেরি ও সুইটবেরি এই দুটি জাতের তরমুজের চাষ করেছি। এবারে ফলন হয়েছে বেশ ভালো। আশা করছি এক থেকে দেড় লক্ষ টাকা লাভ হবে এবারে।

আরেক উদ্যোক্তা মুনজুর আলম বলেন, আমি একজন নিয়মিত তরমুজ চাষী গত তিন বছর যাবৎ আমি গ্রীষ্মকালীন তরমুজের চাষ করে আসছি। অসময়ে মালচিং পদ্ধতিতে গ্রীষ্মকালীন তরমুজ চাষে ভালো দাম পাওয়া যায়। এ সময় বাজারে চাহিদা রয়েছে। এবারে আমি এক একর জমিতে তরমুজের চাষ করেছি। ফলন ভালো হয়েছে আশা করছি লাভ হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় এবারে প্রায় ২২ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন তরমুজের চাষ হয়েছে। ঠাকুরগাঁয়ে এ বছর তরমুজ চাষ বৃদ্ধি পেয়েছে। বিগত দিনে গ্রীষ্মকালীন তরমুজের এত চাষ ছিল না। সেনগাঁও, খানগাঁও, হাজিপুর ও দৌলতপুর এলাকায় গ্রীষ্মকালীন তরমুজের চাষ করছেন চাষিরা। ব্ল্যাক সুইট, ব্ল্যাকবেরি, মেহেরুন কিং, মেরিন কিং,এবং ওন্ডার এই জাতগুলো বেশি চাষ হচ্ছে এবারে।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম বলেন, মালচিং পদ্ধতি ব্যবহার করা হয় মূলত মাটির রস সংরক্ষণের জন্য। যখন তাপমাত্রা বেশি থাকে তখন মাটির রস শুকিয়ে যায়, সেক্ষেত্রে সেচ খরচ কমাতে পলি মাল্চ অর্থাৎ মালচিং পদ্ধতি ব্যবহার করছেন কৃষকরা। শীতকালেও মালচিং পদ্ধতির বেশ সুবিধা রয়েছে। অতিরিক্ত ঠান্ডায় মাটির তাপমাত্রা কমে যায়, সেক্ষেত্রে মালচিং এর যেই মালচিং পেপার ব্যবহার করা হয় সেটি মাটির তাপমাত্রা বাড়িয়ে দিয়ে মাটির উর্বরতা ধরে রাখে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon