শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
 

বশেমুরবিপ্রবিতে অংশীজনের অংশগ্রহণে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩

 ---

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে অবহিতকরণ সভা-১ অনুষ্ঠিত হয়েছ।

১২ সেপ্টেম্বর ২০২৩ খ্রি: সকাল ১১টায় একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এপিএ সেলের আয়োজনে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিদের অংশগ্রহণে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও বীর মুক্তিযাদ্ধা অধ্যাপক ড. মো: মোবারক হোসেন এবং সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় প্রকৌশলী এস. এম. এস্কান্দার আলী।

ট্রেজারার অধ্যাপক ড. মো: মোবারক হোসেন সকলকে সততার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জাতির পিতার নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।

সভায় বক্তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও প্রতিকার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon