জাহাঙ্গীর আলম পলক ,
রাজধানীর ডেমরা এলাকা হতে সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের মূলহোতা মোঃ রবিউল ইসলাম (২৯) এবং তার অন্যতম ০২ সহযোগীকে ০২ টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে র্যাব-৩।
১২ সেপ্টেম্বর র্যাব-৩ এর সদর দপ্তরের মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানান, রাজধানীর ডেমরা থানাধীন এলাকা হতে সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের মূলহোতা ১। মোঃ রবিউল ইসলাম (২৯), ও তার অন্যতম সহযোগী ২। মোঃ শান্ত (১৯), ৩। মোঃ নয়ন (১৬), কে ১১ সেপ্টেম্বর ০২ টি চোরাই মোটরসাইকেলসহ হাতে নাতে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।
জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। এছাড়াও তারা জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্ন এলাকা হতে চোরাই ও ছিনতাইকৃত মোটরসাইকেল নিজ হেফাজতে রেখে রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে। এছাড়াও এই চক্রটির রাজধানী ও নারায়ণগঞ্জ এলাকায় একাধিক পয়েন্টে বেশ কয়েকটি সিন্ডিকেট রয়েছে বলে জানায়। এসকল সিন্ডিকেটের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।
মন্তব্য