মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
 

পাথরঘাটায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩

---
মোঃ জিয়াউল ইসলাম: সমৃদ্ধি কর্মসূচি স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রম এর আওতায় বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে মেডিসিন ও শিশু বিষয়ে ২টি স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পের মাধ্যমে ৪২২ জন রোগিকে চিকিৎসা প্রদান করা হয়েছে। মেডিসিন বিষয়ে চিকিৎসা প্রদান করেছেন পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা: মোহাম্মাদ মিনহাজ উদ্দিন ভ‚ঁইয়া এবং শিশু বিষয়ে চিকিৎসা প্রদান করেছেন সংগ্রাম হেল্থ কেয়ার সেন্টারের আবাসিক মেডিকেল অফিসার ডা: নিউটন হালদার। ১৭ সেপ্টেম্বর পাথরঘাটার হাতেমপুরে অবস্থিত সংগ্রাম হেলথ কেয়ার সেন্টারে স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়।

এই ক্যাম্প এর মাধ্যমে পাথরঘাটার ১৫৪ জন মেডিসিন রোগি ও ৩৩ জনস শিশু রোগীর ব্যবস্থাপত্র প্রদান করা হয়। ১৮ সেপ্টেম্বর বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের মধ্য কাকচিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় ক্যাম্পের আয়োজন করা হয়। এই ক্যাম্পের মাধ্যমে ডৌয়াতলা ইউনিয়নের ১৮১ জন মেডিসিন রোগি ও ৫৪ জন শিশু রোগীর ব্যবস্থাপত্র প্রদান করা হয়। ক্যাম্প চলাকালীন বিশেষজ্ঞ ডাক্তারের পাশাপাশি সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তাগণ ব্লাডপ্রেসার পরিমাপ, ডায়াবেটিস নির্ণয়, শিশুদের ওজন, উচ্চতা, মোয়াক নির্ণয়সহ বিভিন্ন রকমের স্বাস্থ্য বিষয়ক সহযোগিতা করেছেন। সংগ্রাম’র ২৭ জন স্বাস্থ্য পরিদর্শক এই ক্যাম্পে সর্বতোভাবে সহযোগিতা করেন।

পাথরঘাটা ও বামনা উপজেলায় সংগ্রাম’র মাধ্যমে ১১ বছর যাবৎ সমৃদ্ধি কর্মসূচি বাস্তবায়িত হয়ে আসছে। এই কর্মসূচির আর্থিক ও কারিগরি সহযোগিতা করছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon