চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল ১৯ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ ০২:০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা থানাধীন বালিয়া মোড় সংলগ্ন বাইতুন নূর জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে ৭৩৫ (সাতশত পঁয়ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১। মোঃ আবু জাফর সহিদ (৩০) (মূলহোতা), পিতা-মোঃ জারজিস আলী, মাতা-মোছাঃ ফাতেমা বেগম, সাং-হড়গ্রাম মুন্সিপাড়া, ২। মোঃ আরিফুল ইসলাম (৩০), পিতা-মোঃ আবু তালেব, মাতা-মোছাঃ আশরাফুন খাতুন, সাং-নগর পাড়া, উভয় থানা-কাশিয়াডাঙ্গা, জেলা-রাজশাহীদ্বয় কে হাতেনাতে গ্রেফতার করে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীরা চিহ্নিত মাদক ব্যবসায়ী চক্র। সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বিভিন্ন জায়গায় সরবরাহ করতো। বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি ইয়াবার চালান সরবরাহ করা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবা বহনের সময় ক্যাম্পের আভিযানিক তাদের বর্নিত এলাকা হতে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের নামে পূর্বেও মাদক সংক্রান্ত তিনটি মামলা রয়েছে।
উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে। র্যাবের বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।
মন্তব্য