বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
 

সিদ্ধিরগঞ্জে সবজি বিক্রেতা খুনের ঘটনায় মূল হোতাসহ গ্রেফতার ২।

JK0007
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩

---

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ০১ নং ওয়ার্ড মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন চার রাস্তার মোড়ে ছিনতাই কারীদের ছুরিকাঘাতে সবজি বিক্রেতা আক্কাস সিকদার (৪৫) হত্যাকাণ্ডের ঘটনায় মূল হোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলো, মিজমিজি বাতান পাড়া এলাকার আব্দুল বাতেনের ছেলে মোঃ জোবায়ের হোসেন (২২) ও জয়নাল আবেদীনের ছেলে মোঃ মৃদুল ওরফে মিদুল (২০)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত FZS মোটরসাইকেল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১:৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ০৪ জন আসামী ভোর ৪:৩০ মিনিটে সবজি বিক্রেতা আক্কাস সিকদার সবজি ক্রয় করার উদ্দেশ্যে যাত্রাবাড়ী রওনা হলে  ছিনতাইয়ের উদ্দেশ্যে সবজী বিক্রেতা আক্কাস সিকদারের পথরোধ করে। এসময় সে ছিনতাইয়ে বাধা প্রদান করলে তাকে ছুরিকাঘাত করে নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে নিহতের ভাই ইব্রাহিম সিকদার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ছিনতাই ও হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ সুপার জানান, ছিনতাইয়ের ঘটনায় সবজি বিক্রেতা হত্যাকাণ্ডের পর আমাদের পুলিশ হত্যা রহস্য উন্মোচনের জন্য কাজ শুরু করে এবং হত্যার সাথে জড়িতদের তথ্য-প্রযুক্তির মাধ্যমে ও এলাকার বিভিন্ন স্থানের সিসি ফুটেজ সংগ্রহ এবং পর্যালোচনা করে ছিনতাইকারীদের শনাক্ত করে বিশেষ অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িতদের আটক করা হয়। হত্যাকান্ডে সময় ব্যবহৃত একটি কালো সবুজ রংয়ের (FZS) মোটরসাইকেল এবং নগদ ১ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত অপর দুই জনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon