রাকিব চৌধুরী, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলার পুবের বিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকদের সুবিধার্থে উন্মুক্ত স্থানে নব নির্মিত “কৃষক শেড” এর শুভ উদ্বোধন ও বৃক্ষরোপণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে পুবের বিলে এ কৃষক শেডের উদ্বোধন করা হয়। বাগেরহাট ০১ আসনের সংসদ সদস্য হেলাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষক শেড উদ্বোধন ও বৃক্ষরোপণ করেন ।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রতিনিধি মোঃ শহীদ উল্লাহ খন্দকার,গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল কাদের সর্দার, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ ইলিয়াস হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
মন্তব্য