মোঃ আব্দুল হাই জয়পুরহাট জেলা প্রতিনিধি :
জয়পুরহাটের কালাইয়ে গত (২২) সেপ্টেম্বর তারিখ ৬:৫০ ঘটিকার সময় কালাই থানাধীন জিন্দারপুর এলাকা হতে ১ জনকে এবং (২২) সেপ্টেম্বর শুক্রবার ৯: ৩৫ ঘটিকার সময় পৃথক অভিযানে কালাই থানাধীন উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ এলাকা হতে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালাই থানা পুলিশ ।
বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী।
আটককৃত আসামীরা হলেন ১। মোঃ নাঈম হাসান নাহিদ (২০), পিতা-মোঃ দিলবর, মাতা-মোছাঃ নাসরিন বেগম, সাং- আতাহার (খা পাড়া), থানা- কালাই, জেলা- জয়পুরহাট।
২। মোঃ মউনদ্দীন মন্ডল (৪০), পিতা-মৃত আফসার আলী, সাং-মান্দাই, থানা- কালাই, জেলা- জয়পুরহাট।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে কালাই থানাধীন উদয়পুর ইউনিয়নের মান্দাই গ্রামস্থ পাকা রাস্তা সংলগ্ন দক্ষিণ পার্শ্বে বট গাছের নিচ থেকে( ৩০ ) পিস টাপেন্টাডল ট্যাবলেট একজনকে আটক করা হয়। যার বর্তমান মূল্য ৬০০০ টাকা
অপরদিকে কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের আতাহার এলাকা হতে ১১০ (একশত দশ) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে আটক করেছে পুলিশ। যার বর্তমান মূল্য ২২,০০০/- (বাইশ হাজার) টাকা। তারা দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবারি করে আসছেন বলে জানিয়েছেন পুলিশ।
২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী বলেন, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে তারা। গোপন সংবাদের ভিক্তিতে আসামীদের আটক করে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য