শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
 

গ্লোবাল ইউনিভার্সিটি আইন বিভাগের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ক্যাম্পাস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩

---
গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ, বরিশালের আইন বিভাগের উদ্যোগে ২৩৩ ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ২০২৩ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ আনিসুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যে জাতি যতবেশি আইনের প্রতি শ্রদ্ধাশীল সে জাতি তত উন্নত ও প্রগতিশীল। আইনের ছাত্রদের জানার পরিধি, সেবার পরিধি সমাজের অন্যান্য মানুষের চেয়ে অনেকগুণ বেশী। যদি পৃথিবীতে পুনর্জন্ম নেয়া যেতো তাহলে আমি আবার আইন বিষয়ে পড়াশোনা করে নতুন জীবন গড়তাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তপন কুমার বল, এক্সাম কন্ট্রোলার একেএম মুজিবুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর একেএম এনায়েত হোসেন, ফাইনান্স ডিরেক্টর প্রেফেসর নাসির উদ্দিন সিকদার।
সম্মানিত অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জজ জনাব মোঃ হাবিবুর রহমান

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল ইউনিভার্সিটি আইন বিভাগের প্রধান রাসিদ নাহিয়ান।
এছাড়াও উপস্থিত ছিলেন সিইসি বিভাগের প্রধান সৈয়দ ইমরান হোসেন, ইংরেজি বিভাগের প্রধান মোহাম্মদ ইসমাইল হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা নবীন শিক্ষার্থীদের দিক নির্দেশনা ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন। সভাপতির বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon