নারায়নগঞ্জ জেলা প্রতিনিধিঃ
নারায়নগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) নগদ টাকা ও ১১ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে তাদেরকে জেলার সদর থানার নবীগঞ্জ গুদারাঘাটস্থ মডেল গ্রপের সামনের রাস্তায় অভিযান চালিয়ে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ১১ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৭শত ৫০ টাকা উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলো জেলার বন্দর থানার সোনাকান্দার গোপাল হোসেন মোল্লার পুত্র মোঃ রিফাত মোল্লা (২৬),সদর মডেল থানার দক্ষিণ রেলিবাগানের নুর মোহাম্মদের পুত্র মোঃ সাগর (২৮),বন্দর থানার ইসলামবাগের মৃত খলিলুর রহমানের পুত্র রাজু মিয়া (৪০) ও মোঃ আলীর পুত্র মোঃ সবুজ (৩২)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক এস, এম, শামীম, সহকারী উপ-পরিদর্শক রঞ্জিত সরকার, আরাফাত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাত ১১ টার দিকে তাদেরকে জেলার সদর থানার নবীগঞ্জ গুদারাঘাটস্থ মডেল গ্রপের সামনের রাস্তায় অভিযান চালিয়ে ১১ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৬ হাজার ৭শত ৫০ টাকা সহ রিফাত, সাগর,রাজু এবং সবুজ কে গ্রেফতার করে। মাদক উদ্ধারের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে মাদক আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করেছে।
মন্তব্য