মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
 

মরাগরুর মাংস নদীতে ফেলে দিলেন ইউপি চেয়ারম্যান!

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৩

---

মোঃ জিয়াউল ইসলাম

শুক্রবার দুপুরে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু জবাইকৃত মরাগরুর মাংস বিষখালী নদীতে ফেলে দিয়েছেন।

তাৎক্ষনিক খবর পেয়ে পাথরঘাটার সাংবাদিগন ঘটনাস্থল কাকচিড়া বাজারে উপস্থিত হয়ে জবাইকৃত একটি মরাগরুর মাংস নিকটস্থ বিষখালী নদীতে ফেলে দিতে দেখেন। এসময় স্থানীয়রা অভিযোগ করেন,গরুটির পেটে একটি মরা বাচ্চাও পাওয়া যায়। তবে সাংবাদিকদের উপস্থিতিতে তা চোখে পরেনি।

জানাগেছে ওই বাজারের কসাই মোঃ টিপু মিয়া দীর্ঘদিন ধরে মরা ও নানারোগে আক্রান্ত গরু রাতের আধারে জবাই করে বাজারে বিক্রি করে আসছিলেন। যথারীতি শুক্রবার ভোররাতে নিকস্থ রূপধন এলাকা থেকে একটি মরাগরুর মাংস এনে বাজারে বিক্রিকালে তা রুখে দেয় স্থানীয় জনতাসহ কাকচিড়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু।

এবিষয়ে চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু বলেন,মরাগরু বিক্রির খবর পেয়ে আমি এসে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করি এবং তা নদীতে ফেলে দেই।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon