বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
 

নারায়নগঞ্জে জাল নোট ও তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

JK0007
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৩

---

নারায়নগঞ্জ জেলা প্রতিনিধি ।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি থেকে জাল নোট ও তৈরির সরঞ্জামসহ তিন জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (৭ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা।

গ্রেপ্তারকৃত- আলমগীর হোসেন, মো. রাসেল ও মো. রুবেল ইসলাম ওরফে হৃদয়। তাদের কাছ থেকে নগদ ৭ লাখ ৮০ হাজার টাকার জাল নোট, ১টি ল্যাপটপ, ১টি প্রিন্টার, জালনোট তৈরির তিনটি ডাইস, গ্লাস, ট্রেসিং পেপারসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফেনীর আকরামপুরের মৃত আবু তালেবের ছেলে মোঃ আলমগীর হোসেন (৩৪), চাঁদপুরের ফরিদগঞ্জের মৃত আব্দুর রশিদের ছেলে মোঃ রাসেল (৩২) ও কুড়িগ্রামের নাগেশ্বরীর আজিজ রহমানের ছেলে মোঃ রুবেল ইসলাম হৃদয় (২০)।

চাইলাউ মারমা জানায়, শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এস আই পলাশ কান্তি রায়, এস আই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার আব্দুল আজিজ মোল্লার ভাড়াবাড়ির ৪র্থ তলায় অভিযান চালিয়ে তিনজন আসামিকে জাল নোট প্রস্তুত করা অবস্থায় গ্রেফতার করে এবং নগদ ৭ লাখ ৮০ হাজার জাল টাকাসহ জালনোট ছাপানোর সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা জানায়, জাল নোট প্রস্তুত করে বিভিন্ন ধর্মীয় উৎসবসহ (ঈদ, পূজা, পহেলা বৈশাখ ইত্যাদি) নানা সময় ঢাকাসহ আশপাশের সকল জেলায় জালনোট বিক্রয় করে থাকে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon