রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
 

বশেমুরবিপ্রবি’তে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৩ পালিত

JK0007
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩

 ---

জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মনােবিজ্ঞান বিভাগের নানা  আয়োজনে পালিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস -২০২৩

আজ মঙ্গলবার(১০ অক্টাবর ২০২৩) সকাল ১০টায় শােভাযাত্রা ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়। শােভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং একই স্থানে এসে শেষ হয়। শোভা যাত্রা শেষে উদ্বােধন করা হয় টলিকাউন্সলিং সেবা।

এছাড়াও সকাল ১১:৩০টা থেকে একাডেমিক ভবনের ২০২ নং কক্ষে ‘মানসিক স্বাস্থ্য সার্বজনীন মানবাধিকার’ প্রতিপাদ্য বিষয়ে আলােচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মনােবিজ্ঞান বিভাগের সভাপতি মোছাঃ নাছরিন নাহার। সভায় মানসিক স্বাস্থ্যের সুস্থতার বিষয়ে আলােকপাত করেন বক্তারা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ বীর মুক্তিযােদ্ধা অধ্যাপক ড.মােঃ মােবারক হােসেন, রেজিস্ট্রার মাে. দলিলুর রহমান, প্রক্টর ড. মাে. কামরুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি ড. সালহ্ আহমেদ, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. আব্দুল্লাহ আল আসাদ, জীববিজ্ঞান ড. মােহাম্মদ আলী খানসহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রক্টর ড.মোঃ কামরুজ্জামান বলেন,”শারীরিক যে সমস্যা হয় সেগুলো মূলত আসে মানসিক সমস্যা থেকে। আমরা জানি ২০২০ সাল থেকে প্রচুর মানসিক সমস্যার রুগী বেড়ে গেছে। করোনার পর থেকে পুরো বিশ্ব পিছিয়ে গেছে এবং বাংলাদেশের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্য বিশ্ববিদ্যালয় থেকে কিছুটা পিছিয়ে পড়েছে। এই যে পিছিয়ে পড়ার একটা মানসিক চাপ এটার জন্য আমরা বেশকিছু উদ্যোগ নিয়েছ । ”

প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)’র তথ্য মতে, প্রতিবছর বিশ্বব্যাপী সাত লাখ মানুষ আত্মহত্যা করে। তবে আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তির সংখ্যা তার চেয়েও বেশি। সারাবিশ্বে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতিবছর ১০ অক্টােবর নানা আয়ােজনের মধ্য দিয়ে পালন করা হয় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘মানসিক স্বাস্থ্য সার্বজনীন মানবাধিকার’।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon