বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
 

শিক্ষককে লাঞ্চিতের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

JK0007
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩

---

মোঃ মিনহাজ আলম

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গায় শিক্ষককে লাঞ্চিতের ঘটনার  প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় শিক্ষক পরিষদের উদ্যোগে জেলা শহরের চৌরাস্তায় এ কর্মসুচি পালন করেন তারা।

ঘন্টাব্যাপি এ কর্মসুচি চলাকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি মাহমুদুন নবী রাজা ও সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলামসহ বক্তারা অভিযোগ করে বলেন, গেল ৮ অক্টোবর বিদ্যালয়ের এসএসসি নির্বাচনী পরিক্ষায় দায়িত্ব পালনের সময় শিক্ষার্থির হাতে চুয়াডাঙ্গা জেলার ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাফিজুর রহমান লাঞ্চিতের শিকার হয়।

যা অনাকাঙ্খিত ও দুঃখজনক।

শিক্ষার্থীর কাছে একজন শিক্ষকের উপর এমন আচরন মেনে নেয়া যায় না। এ ঘটনায় সরকারি মাধ্যমিক শিক্ষক পরিবার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সাথে শিক্ষককে লাঞ্চিতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিও করেন তারা। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে সমাধান না হলে আরো কঠোর কর্মসুচি পালনের হুশিয়ারি করেন শিক্ষকরা।

এর আগে প্রতিবাদ সম্বলিত ব্যানার নিয়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে একটি মৌন মিছিল বের করে শহর প্রদক্ষিন করেন শিক্ষকরা। এ কর্মসুচিতে সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা ছাড়াও মাধ্যমিকের শিক্ষকরা অংশ নেয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon