মোঃ জিয়াউল ইসলাম: বরগুনার পাথরঘাটা পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর রোকনুজ্জামানরুকুকে অপসারন করে শূন্য পদ ঘোষনা করেছে স্থানীয় সরকার মন্ত্রনালয় বিভাগ। গত ৯ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপসচিব আবদুর রহমান স্বাক্ষরিত পত্রে বিষয়টি জানান হয়।
পাথরঘাটা পৌরসভা সূত্রে জানা গেছে, পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রোকনুজ্জামান রুকু পৌর পরিষদের পরপর ৫ টি সভায় অনুপস্থিত থাকেন । পাথরঘাটা পৌরসভায় যোগাযোগ করে জানা যায। পৌর কর্তৃপক্ষের ছুটি না নিয়ে বিদেশে থাকায় এ পদক্ষেপ গ্রহন করা হয়েছে।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের ওয়েব সাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে জানা যায়, পাথরঘাটা পৌসভার ২ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর রোকসুজ্জামান রুকুকে তার পদ থেকে অপসারণ করে তার পদ শূন্য ঘোষনা করা হয়েছে। তিনি পাচঁ মাসের অধিক সময় এলাকায় না থেকে বিদেশে অবস্থান করছেন।
২০০৯ সালের স্থানীয় সরকার(পৌরসভা) আইনের ধারা ৩২(১) (ক) ও (ঘ) ধারা বলে এ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। একই আইনের ৩৩(ক) ধারায় তার পদশূন্য ঘোষনা করা হয়েছে।
পাথরঘাটা পৌর সভার মেয়র মো. আনোয়ার হোসেন আকন জানান, ২০২১ সালে পৌর সভা নির্বাচনে তিনি কাউন্সিলন নির্বাচিত হন। এর পর তিনি গত ৬ থেকে ৭ মাস কোন অনুমতি না নিয়ে বিদেশে অবস্থান করছেন। তাকে তার অনুপস্থিতির বিষয় জানানো হয়। পৌরসভার বিধি অনুযায়ী ৩টি সভায় অনুপস্থিত থাকলে তার পদশূন্য হয়ে থাকে। প্রজ্ঞাপনে বলা হয়ে সরেজমিনে তদন্ত করে মন্ত্রনালয় এ ব্যবস্থা গ্রহন করেছে।
মন্তব্য