মাহবুবুর রহমান জিসান।
জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুর।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সুপারি বাগান থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৬০) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ (১৩ অক্টোবর) শুক্রবার সকালেরউপজেলার বামনী ইউনিয়নের কলাকোপা গ্রামের একটি সুপারি বাগানে মরদেহটি পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি ধারালো ছুরি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে লোকজন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই এলাকার হাজী বাড়ির সামনে আবু তাহেরের সুপারি বাগানে একটি লাশ পড়ে থাকতে দেখেন। তিনি স্থানীয় বাসিন্দা না হওয়ায় কেউ তাঁকে চিনতে পারেননি। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁকে ধারালো ছুরি দিয়ে মেরে রাস্তার পাশে ফেলে গেছেন।
রায়পুর থানার ওসি (ভারপ্রাপ্ত) শিপন বড়ুয়া বলেন, ‘সকালে মরদেহটি উদ্ধার করা হয়েছে। বাগানে একটি ধারালো ছুরি পাওয়া গেছে। পরিচয় শনাক্ত করতে চেষ্টা চলছে। মরদেহের পেটে জখম রয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য