মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
 

পাথরঘাটায় ৪ হাজার মিটার অবৈধ জাল ও আট কেজি ইলিশ জব্দ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩

---
মোঃ জিয়াউল ইসলাম
বরগুনা জেলার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ০৪ হাজার মিটার অবৈধ জাল ও ০৮ কেজি ইলিশ জব্দ

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩ উপলক্ষে ১২ অক্টোবর থেকে আগামী ০২ নভেম্বর ২০২৩ পর্যন্ত সর্বমোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ।

বাংলাদেশ সরকারের এমন নীতি বাস্তবায়নের লক্ষে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি স্টেশান পাথরঘাটা কর্তৃক কন্টিনজেন্ট কমান্ডার এম ফিরোজ্জামান, সিপিও এর নেতৃত্তে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন পদ্মা, রুহিতা, হাড়িটানা এলাকা সংলগ্ন বলেশ্বর নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পদ্মা, রুহিতা, হাড়িটানা এলাকা থেকে ৪,০০০ মিটার ব্যবহার নিষিদ্ধ জাল ও ০৮ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাল এর আনুমানিক বাজার মূল্য টাকা ০১,৮০,০০০/০০ (টাকা এক লক্ষ আশি হাজার মাত্র)।

পরবর্তীতে জব্দকৃত জাল সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, পাথরঘাটা এর সাথে সমন্বয় করে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও জব্দকৃত ইলিশ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানা এর মাঝে বিতরণ করা হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon