মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
 

পাথরঘাটায় প্রাজক ফাউন্ডেশন নামে সেচ্ছাসেবী সংগঠন এর আত্মপ্রকাশ।

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩

---
মোঃ জিয়াউল ইসলাম,
বরগুনার পাথরঘাটায় মরহুম হাজী আব্দুল মান্নান আকন এর স্মরনে প্রতিষ্ঠিত আর্তমানবতার সেবায় ব্রত একটি অরাজনৈতিক জনকল্যান মূলক প্রতিষ্ঠান প্রান্তিক জনগোষ্ঠীর কল্যান ফাউন্ডেশন (প্রাজক ফাউন্ডেশন) এর উদ্ভোধন হয়েছে।

সোমবার সকাল ১০ টার সময় পাথরঘাটা উপজেলা পরিষদের সসম্মেলন কক্ষে এর উদ্বোধন ঘোষণা করেন প্রবীণ শিক্ষক ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মোঃ এমদাদ আলী আকন।

এ সময় আসহায় মানুষদের হাতে নগদ ৫০ হাজার টাকা, প্রতিবন্ধী ৩ ব্যাক্তিকে ৩ টি হুইল চেয়ার, এক পরিবারকে ১ টি সোলার প্যানেল, ১ টি পানের দোকান ও ঘর মেরামতের জন্য নির্মান সামগ্রী ক্রয় করে তাদের হাতে তুলে দেন।

উদ্ভোধনী সভায় সভাপতিত্ব করেন মাওলানা গোলাম মোস্তফা, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রান্তিক জনগোষ্ঠীর কল্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ইন্ডেপেনডেন্ট টেলিভিশনের ইতালী প্রতিনিধি মোঃ ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউজ২৪ টেলিভিশনের ইতালী প্রতিনিধি মোঃ রিয়াজ হোসেন, আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাথরঘাটা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক দৈনিক প্রথম আলো এর পাথরঘাটা উপজেলা প্রতিনিধি মোঃআমিন সোহেল, পাথরঘাটা উপজেলা প্রেসক্লাব এর সভাপতি রফিকুল ইসলাম কাকন মোল্লা, সাংবাদিক মোঃজাকির হোসেন খান,শফিকুল ইসলাম খোকন,অমল তালুকদার, ইমাম হোসেন নাহিদ,পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃজসিম উদ্দিন, নজমুল হোসেন সেলিম, মোঃজিয়াউল ইসলাম, মোঃআরিফুর রহমান তাওহীদ, তাওহিদুল ইসলাম শুভ । উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকা থেকে সুবিধাভোগী জনগোষ্ঠী প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাইউম খান সোহাগ।

এ সময় বক্তারা বলেন, বৃহৎ সুযোগ-সুবিধা দায়িত্ববোধের জন্ম দেয়। সেই দায় থেকেই দরিদ্র ও অভাবী মানুষের জন্য কাজ করার ব্রত হয়ে আমাদের এই ফাউন্ডেশন তৈরি হয়েছে। এটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। আমাদের উদ্যেশ্য হলো, প্রান্তিক জনপদের অসহায় মানুষদের খুজে বের করে তাদের কাছে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়া।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon