এ জেড সুজন মাহমুদ,
লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। এঘটনায় পাঁচজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার লালপুর - বাঘা আঞ্চলিক মহাসড়কের আট্টিকা এলাকায় এঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলার বিদিরপুর গ্রামের সোনাতন (৩০), তার মেয়ে রুপা (২০) ও পিয়াঙ্কা (৬) ও রাজশাহী হরিপুর এলাকার রোকন (৩৭) ও তার স্ত্রী তিথি (২৮)।
স্থানীয় সূত্রে জানাযায়, সকাল সাড়ে ৯টার দিকে বাঘা হতে মোটরসাইকেল যোগে রোকন ও তার স্ত্রী পাবনা কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের ৫ আরোহী গুরুতর হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক খোরসেদ আলম জনান দূর্ঘটনাকবলিত সবারি মেজর সমস্যা তাই প্রথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে প্রেরণ করা হয়।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন বলেন, দূর্ঘটনায় কবলিত দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এবিষয়ে অভিযোগ পেলে সড়ক আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য