মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
 

শিশির ভেজা দুর্বা ঘাস জানান দিচ্ছে ঠাকুরগাঁওয়ে শীতের আগমন

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩

---
মোঃ মিনহাজ আলম,
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
সাতসকালে বয়ে আসা হিমেল হাওয়ায় টের পাওয়া যাচ্ছে শীতের আগমন , ধীর গতিতে শীত নামছে প্রকৃতিতে। দুর্বা ঘাসের উপর শিশির ভেজা ভোর যেনো জানান দিচ্ছে ধীরে ধীরে শীত আসছে। ভোরের আলো ফোটার আগেই প্রকৃতিতে দেখা মিলছে ঘন কুয়াশার । তাই ছরায়নি মিষ্টি রোদের আভা। নেমে এসেছে শীতের আমেজ।

ঘন কুয়াশার উপস্থিতি জানান দিচ্ছে ঠাকুরগাঁওয়ে শীতের আগমন। বরাবরের মতোই কার্তিকের শুরু থেকেই দেশের উত্তরাঞ্চলে এমন আগাম শীত অনুভূত হয়।

তাই হিমালয়ের কোলঘেঁষা ঠাকুরগাঁও জেলায় ধীরে ধীরে এগিয়ে আসছে শীত। ক্রমশই কমছে বাতাসের আর্দ্রতা। সেই সাথে বাড়ছে হিমেল বাতাসের সাথে শীতল আবহাওয়া। বর্তমানে দিনের বেলায় গরম ও রাতের বেলা শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে ঠাণ্ডার কারণে ভোর বেলাতে কাঁথা মুড়িয়ে নিতে বাধ্য হচ্ছে ঠাকুরগাঁওয়ের মানুষ।

গত কয়েকদিন থেকেই ঠাকুরগাঁওয়ে দেখা যাচ্ছে ঘন কুয়াশা। ভোরবেলা কুয়াশায় ঢাকা পড়ছে চারদিক। রাস্তায় চলাচলকারীরা মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে।

স্থানিয়রা জানান, দিনের বেলা বেশ গরম থাকলেও তবে সন্ধ্যা নামার শীত অনুভূত হয়। ভোরবেলা থেকেই কুয়াশা পড়তে শুরু করে। রাতভর বৃষ্টির মত টুপটুপ করে কুয়াশা ঝরতে থাকে। ধানের শীষে কুয়াশা বিন্দু বিন্দু জমতে দেখা যাচ্ছে। সকালে যারা ঘাসের ওপর দিয়ে হাঁটাচলা করেন কুয়াশার কারণে তাদের কাপড় ভিজে যায়।

এদিকে শীতের আগমনে লেপ-তোষকের দোকানগুলোতে বাড়ছে ভিড়, ফলে শীতের আগেই এসব দোকানিরা ব্যস্ত সময় পার করছেন লেপ-তোষক বানাতে। প্রতিটি লেপ বিক্রি হচ্ছে ১৩০০-১৫০০ টাকা দরে।

দোকানিরা ও কারিগরেরা জানান, সবেমাত্র শীতের শুরু এখন কাজের চাপ বাড়ছে , শীত বাড়ার সাথে সাথে কাজের চাপ আরোও বাড়বে।

জেলার বিভিন্ন এলাকায় উঠতে শুরু করেছে শীতকালিন সবজি, এবারে আগাম জাতের শীতকালীন সবজির ব্যাপক চাষ হয়েছে। আগাম সবজির মধ্যে বাজারজাত করা হচ্ছে, ফুলকপি, বাঁধাকপি, মুলা, বেগুন, লাউ, করলা, পেঁপে, বরবটি, শিমসহ বিভিন্ন জাতের শাকসবজি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon