শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
 

পাথরঘাটায় পূজা দেখাতে নিয়ে অপহরণ, ৩ লাখ মুক্তিপণ দাবি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩

---

মোঃ জিয়াউল ইসলাম: বরগুনার পাথরঘাটায় পূজা দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করা হয় হাসিব (১৩) নামে এক কিশোরকে। তিনদিনেও হাসিবের সন্ধান না পেলেও অপহরণকারীরা মুঠোফোনে তিন লাখ টাকা মুক্তিপণ চেয়েছে। এ ঘটনা ২০ অক্টোবর সকালে।

হাসিব পাথরঘাটার সদর ইউনিয়নের দক্ষিণ পাথরঘাটা গ্রামের শফিকুল ইসলামের ছেলে। এ বিষয় হাসিবের বাবা শফিকুল ইসলাম পাথরঘাটা থানায় একটি সাধারণ ডায়েরী করেন, যার নম্বর ৯৯১।

হাসিবের মা লিপি আক্তার বলেন, গত কয়েকদিন ধরে হাসিবের বাবা অসুস্থ্য থাকায় হাসিব দোকানে বসতো। শুক্রবার রাত ৯টার দিকে হাসিবকে বাড়িতে আসার জন্য ফোনে কথা বলি। এ সময় হাসিব বলে দোকান আটকানো হয়েছে এখনই রওয়ানা হবো। কিন্তু বাড়িতে আসেনি এমনকি তার ফোনও বন্ধ পাওয়া যায়। পরে প্রতিবেশি রিমন জানায়, হাসিবকে অপরিচিত একজন পূজা দেখানোর জন্য নিয়ে গেছে, রিমনকেও যেতে বললে যায়নি।

পরে হাসিবের কোন খোজ খবর না পাওয়ায় আমাদের নিকটতম আত্মীয় স¦জনদের বাড়িতে খোজ খবর নেই। শনিবার সন্ধার দিকে হাসিবের ব্যবহৃত মুঠোফোন থেকেই তিন লাখ টাকা মুক্তিপণ চায়। পরে শনিবার রাতে পাথরঘাটা থানায় নিখোজ ডায়েরী করা হয়।

পাথরঘাটা থানার ওসি শাহ আলম হাওলাদার বলেন, থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। পুলিশের অনুসন্ধান অব্যহত আছে

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon