মোঃ জিয়াউল ইসলাম,
বরগুনার পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামরুল হাসান বরিশাল বিভাগের ২০২৩ সালের শ্রেষ্ঠ সহকারীশিক্ষক।
তিনি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বাদুরতলা গ্রামের এক সম্ভ্রান্ত ধার্মিক পরিবারে ১৯৭৭ সালে জন্মগ্রহন করেন, তার বাবার নাম খান মোঃ আব্দুল মান্নান মিয়া। ইসলামিক রীতিনীতি মেনেই মক্তবে তার শিক্ষা জীবন শুরু হয়। মক্তব শেষ করে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বাদুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৯৮৮ সালে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে তিনি হাড়িটানা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে অষ্টম শেষ করে পরবর্তিতে পাথরঘাটা কে. এম. মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯৫ সালে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে এসএসসি সম্পন্ন করেন। তিনি পাথরঘাটা কলেজ থেকে ১৯৯৭ সালে এইচএসসি প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে, আমতলী কলেজ থেকে ১৯৯৯ স্নাতক ও বরিশাল বি.এম. কলেজ থেকে স্নাতকোত্তর এ দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়ে একাডেমিক শিক্ষা ছাড়াও ইংরেজি বিষয়ে এমএ, সিইনএড, বিএড এ প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে সম্পন্ন করেন।
কর্মময় জীবন: ২০০২-০৩ নিজলাঠিমারা সিনিয়র মাদ্রাসা, পথরঘাটা।
২০০৩-২০০৮ ইংরেজি শিক্ষক, তাসলিমা মেমোরিয়াল একাডেমী, পাথরঘাটা।
২০০৮ পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাথরঘাটা।
২০০৯ রুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাথ
২০০৯-২০১৯ বাদুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাথরঘাটা।
২০১৯-বর্তমান পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা চলছে ও এর পাশাপাশি
Trainer:
1. Master Trainer of English
2. Master trainer on Formative and Summative Assessment and Remedial Teaching
3. Trainer on Mental Health and Well-being
কভিড-১৯ কালীন মহামারির সময়ে ঝুঁকি জেনেও তার শিক্ষকতার কর্মতৎপরতা থেমে থাকেনি। যেমন - বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছে কাছে গিয়ে গুগল মিটে ক্লাস পরিচালনার পদ্ধতি শিখিয়ে দেন এবং তিনি নিয়মিত গুগল মিটে ক্লাস করতেন।
তিনি শ্রেণি পাঠদানে অনেক উদ্ভাবনী উপকরণ ও প্রক্রিয়া অবলম্বন করেন। তিনি বরগুনা জেলা থেকে ২০১৯, ২০২২, ২০২৩ সালে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বচিত হন। সর্বশেষ বরিশাল বিভাগ থেকে ২০২৩ সালে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বচিত হন।
সাহিত্যের প্রতি ভালোভাসা থেকেই তিনি ছাত্র জীবন থেকেই লেখালেখি শুরু করেন। তার লেখার মধ্যে রয়েছে ছড়া, কবিতা (বাংলা ও ইংরেজি), প্রবন্ধ ও গান। ইতোমধ্যে শিশুদের জন্য তার একটি ছড়ার বই প্রকাশিত হয়েছে।
মন্তব্য