মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
 

ঠাকুরগাঁওয়ে মন্দির পরিদর্শন ও উন্নয়নের প্রচারণা

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩

---

মোঃ মিনহাজ আলম
ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করছেন বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

পূজা চলাকালীন সময়ে দিনে এবং মধ্যরাত পর্যন্ত মন্দিরগুলো পরিদর্শন করছেন তিনি তার সাথে যুক্ত হয়েছে তার অসংখ্য সমর্থক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্নমন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময়ের পাশাপাশি সরকারের উন্নয়নমূলক প্রচারণা চালাচ্ছেন আলী।

বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন ধর্ম যার যার উৎসব সবার। প্রতিটি পূজা ও সকল উৎসব সুন্দরভাবে পালন করা হোক আমরা সেটা চাই। এই পূজাতে আইন শৃঙ্খলা বাহিনীর সহ সনাতন ধর্মের ভাইয়েরা সকলেই কাজ করে যাচ্ছে সুন্দর একটি পূজা উপহার দেয়ার জন্য।

দেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার সরকার বার বার দরকার তার কোন বিকল্প নেই। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার আওয়ামীলীগ সরকার সব সময় জনগণের পাশে থাকে।

এবারের নির্বাচনে নেত্রী যাকেই মনোনয়ন দেবে আমরা তার পক্ষেই কাজ করে যাব।উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে।

এছাড়াও ঠাকুরগাঁও-২ আসনে তিনি নৌকার মনোনয়ন পেতে তৃণমূল নেতাকর্মীদের সাথে উঠান বৈঠক, গণসংযোগ, হাট সভা, পথ সভাসহ নানা মুখী কর্মসূচী চালিয়ে যাচ্ছেন। তার এই বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।

জেলার বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলার দুর্গা মন্দির পরিদর্শন ও ৩৩ টি মন্দিরে তার নিজ অর্থায়নে ২০০০ টাকা করে দেয়া হয়েছে।

গত ২০ অক্টোবর দেবীর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হয়। আর এই উৎসব ২৪ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon