মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
 

ঠাকুরগাঁওয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবলীগ নেতা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩

---
মোঃ মিনহাজ আলম
ঠাকুরগাঁও প্রতিনিধি:

এক মন দুধ দিয়ে গোসল করে দল ছেড়ে রাজনীতি থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলার হাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবলুর রহমান।

বুধবার (২৫ অক্টোবর) ঢোলারহাট বাজার এলাকায় কয়েকশত মানুষের সম্মুখে তিনি এই ঘটনা ঘটান। ৫০ বছর বয়সী বাবলুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ওই ইউনিয়নের ধর্মপুর এলাকার হোসেন আলীর ছেলে।

২৫ বছর ধরে রাজনীতি করলেও ভালো কোন পদ না পাওয়ার ক্ষোভে তিনি এই পথ বেছে নিতে বাধ্য হয়েছেন বলে জানান বাবলুর রহমান।

বাবলুর দাবি করে বলেন, প্রায় ২৫ বছর ধরে আমি যুবলীগ করে আসছি। কিন্তু তার পরেও দল আমাকে মুল্যেয়ন করেনি। তাই আমি এই দল ছেড়ে দিতে চাই। সেই সাথে ঘোষনা দিচ্ছি আমি আর রাজনীতি করবোনা। এতোদিন রাজনীতি করতে গিয়ে যদি কারো ক্ষতির কারন হয়েছি, তাহলে ক্ষমা চাই। আমাকে ক্ষমা করবেন। আমি নিজেকে পরিশুদ্ধ করে স্বাভাবিক জীবনে ফিরতে চাই।

ঢোলারহাট ইউনিয়নের যুবলীগের সভাপতি দিলীপ কুমার বর্মন বলেন, বাবলুর একসময় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ইতিমধ্যে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। সে বহিষ্কৃত, তার ব্যাপারে বেশ কিছু অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ঢোলারহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সীমান্ত কুমার বর্মন বলেন, আমার কিছু বলার নাই। রাজনীতি ছেড়ে দিয়েছে এটা তার ব্যক্তিগত বিষয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon