মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
 

জন্ম ভূমিতে সৈয়দ আবুল হোসেনের মরদেহ সমাহিত না হওয়ার এলাকাবাসীর ক্ষোভ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩

---

কাজী নাফিস ফুয়াদ, মাদারিপুর প্রতিনিধিঃ
মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মরদেহ পিতৃভূমি ডাসারে সমাহিত করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী।

আজ শুক্রবার বাদ জুম্মা ডাসার উপজেলা পরিষদের মাঠে জানাজা নামাজ শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করার কথা থাকলেও তা বাতিল করে তার পরিবার। এতে চরম ক্ষোভ প্রকাশ করেন ও অঝোরে কাঁদলেন হাজারো মানুষ।প্রিয় মানুষটিকে, প্রিয় নেতাকে শেষবারের মতো একনজর দেখতে চান তারা।

তারা বলেন তিনি শুধু ডাসারের রূপকার না মানবিক ,শিক্ষানুরাগী,তার কৃতিত্ব কখনো ভুলবার না আমরা হারিয়েছি এক মহান মানবকে আমাদের নেতাকে শেষবারের মতো আমরা তাকে দেখতে চাই তাকে ডাসারের মাটিতেই তাকে সমাহিত করা হোক সৈয়দ আবুল হোসেনের স্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী কাছে দাবী লাশ আমাদের ভিক্ষা দিন তার শেষ চিহ্ন হিসেবে তাকে ডাসারে এই সমাহিত করুন ।

মাদারীপুর ৩ আসনের সাবেক এমপি আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম বলেন তার শূন্যস্থান কখনো পূরণ করার নয় তার পরিবারের পাশে আমি ও আমার পরিবার আছি ও সকলের কাছে তার রুহুর মাগফেরাত কামনা করেন।

মাদারীপুর ৩ আসনের এমপি আব্দুল সোবহান গোলাপ বলেন আমরা আসার পর জানতে পারি তার স্ত্রী ও মেয়েদের সিদ্ধান্ততার পরিবর্তন হওয়ায় তাকে তার শ্বশুর বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুর লাশ নিয়ে যাওয়া হয় সেখানে জানাজা শেষে দাফন করা হবে।

পরে সৈয়দ আবুল হোসেনের মরদেহ এনায়েতপুর পাক দরবার শরীফে জানাজা শেষে দাফন করা হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon