মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
 

ঢাকায় বেশ কয়েকটি রাজনৈতিক দলের সমাবেশ নারায়ণগঞ্জের সাধারণ মানুষের ভোগান্তি।

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩

---
ইমরান হোসেন তালহা, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।

ঢাকায় বেশ কয়েকটি রাজনৈতিক দলের সমাবেশ থাকায় চলছে ব্যাপক আকারে তল্লাশি। যার ফলে শনিবার (২৮ অক্টোবর) সকাল থেকেই রাস্তায় তেমন যানবাহন দেখা যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ জনগণ। এমনই একজন শিশু জান্নাতুল।

নারায়ণগঞ্জের সাইনবোর্ডে প্রচণ্ড রোদে দুই মাসের শিশু জান্নাতুলকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেল এক নারীকে। কাছে যেতেই জান্নাতুলের দাদি হেনা নামের সেই নারী জানালেন, অসুস্থ ভাইকে দেখতে চাষাঢ়া থেকে গাজীপুরের উদ্দেশ্যে যাচ্ছেন তিনি। সঙ্গে ছেলে, ছেলের বউ, নাতি ও দুই মাসের নাতনি রয়েছে। চাষাঢ়াতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও কোনো গণপরিবহন না পেয়ে এক পিকআপ চালককে অনুরোধ করেন সাইনবোর্ড নিয়ে যেতে। ৬০ টাকার বিনিময়ে তাদেরকে সাইনবোর্ড নিয়ে যান সেই চালক। কিন্তু গাজীপুর বা কমলাপুরগামী কোনো গাড়ি পাচ্ছেন না তারা। ফলে শিশুদের নিয়ে দাঁড়িয়ে থাকতে হয় তাদের।

ফতুল্লা থানা ও ডিএমপি পুলিশ সাইনবোর্ডে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছেন। রাস্তায় টহল দিচ্ছে সাঁজোয়া যান। ভোর থেকে সকাল ১২টা ৪৫ পর্যন্ত অবশ্য তেমন কোনো মিছিল চোখে পড়েনি।

আলআমিন নামের এক যাত্রী গণমাধ্যমকে বলেন, সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ি যাব। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকেও গাড়ি পাচ্ছি না। সৌরভ নামে এক পাঠাও ড্রাইভার বলেন ঢাকার বড় বড় রাজনৈতিক দলের সমাবেশের কারণে অন্যান্য দিনের তুলনায় যাত্রী একেবারেই কম সকাল থেকে এই পর্যন্ত মাত্র ১৫০ টাকার ভাড়া মেরেছি অন্যান্য দিনে এই সময় চোষো এক হাজার টাকার কাজ হয়, এদিকে গণপরিবহন না পেয়ে অনেককেই বাড়তি ভাড়ায় সিএনজিচালিত অটোরিকশায় গন্তব্যস্থলের উদ্দেশ্যে যেতে দেখা গেছে। এদিকে সাইনবোর্ডে সাদা পোশাকধারী পুলিশ সদস্যদের উপস্থিতিও ছিল লক্ষ্য করার মতো।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon