এম জালাল উদ্দীন, পাইকগাছা প্রতিনিধি:
দক্ষিণ অঞ্চলের প্রতিবন্ধীদের অভিভাবক খ্যাত চেয়ারম্যান তুহিন এর প্রচেষ্টায় সহায় সম্বলহীন প্রতিবন্ধী খায়রুল ইসলাম এখন স্বাবলম্বী। প্রতিবন্ধী খায়রুল ইসলাম একজন সুশিক্ষিত যুবক শিক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধী শব্দটি খায়রুলকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। প্রাপ্ত সূত্রে জানা গেছে, প্রতিবন্ধী খায়রুল ইসলাম খুলনা বিএল কলেজ থেকে মাস্টার্স পাস কমপ্লিট করেছে ও আরবি লাইনে কামিল পাস করতে সক্ষম হয়েছে।
তিনি আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়ন এর গোয়ালডাঙ্গা নামক স্থানের হত দরিদ্র মোহাম্মদ আলী সরদারের ছেলে। জন্ম থেকে সে প্রতিবন্ধী- তবুও থেমে থাকিনি তার জীবন। জীবন যুদ্ধে হার না মানা প্রতিবন্ধী খায়রুল অসহায় জীবন যাপন করতে করতে দিশেহারা প্রায়।
এমতাবস্থায় বিভিন্ন মাধ্যমে জানতে পারলেন পাইকগাছা লস্কর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও প্রতিবন্ধীদের অভিভাবক তুহিন এর কথা। সে মোতাবেক প্রতিবন্ধী খায়রুল গত দুই মাস মতো আগে চেয়ারম্যান তুহিন এর শরণাপন্ন হয়ে তার মানবেতর জীবনের গল্প বলেন, খায়রুল এর সমস্ত কথাগুলো চেয়ারম্যান তুহিন মনোযোগ সহকারে শুনে তার কর্মসংস্থান ও স্বাবলম্বী করার লক্ষে একটি কম্পিউটার কিনে দেওয়ার ওয়াদাবদ্ধ হন।
ফলস্বরূপ গত ইং- ২৭ শে অক্টোবর, শুক্রবার প্রতিবন্ধী খায়রুল ইসলাম এর সেই কাঙ্খিত স্বপ্ন-কম্পিউটারসহ একটি দোকান, যা দিয়ে তার সংসারের রুটি রুজির ব্যবস্থার হবে- সেটি পূরণ করলেন চেয়ারম্যান তুহিন ও নতুন দোকানটির উদ্বোধন করে দিলেন তিনি।
উল্লেখিত বিষয়ে প্রতিবন্ধী খায়রুল ইসলাম বলেন, আমি যতো বাঁচব চেয়ারম্যান তুহিন কে কখনো ভুলবো না এবং তার জন্য আল্লাহর কাছে মন থেকে সবসময় দোয়া করবো।
এবিষয়ে চেয়ারম্যান তুহিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, “এসো প্রতিবন্ধীদের হাত ধরি সুন্দর সমাজ গড়ি” এই আলোকে আমৃত্যু কাজ করে যেতে চায়।
মন্তব্য