রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
 

হরতালের সমর্থনে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ক্যাম্পাস
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩

---

জবি প্রতিনিধি,

বিএনপির ডাকা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।।

রোববার (২৯ অক্টোবর) শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় মিছিল করেন নেতাকর্মীরা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় জবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথে থাকবে৷দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

মিছিলে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান হিমেল,যুগ্ম সম্পাদক সুমন সর্দার,জাফর আহম্মেদ,মিল্লত পাটোয়ারী ও কাওসার হোসেন,ওয়াহিদুজ্জামান তুহিন,
আরিফুল ইসলাম আরিফ,
প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমি ও দপ্তর সম্পাদক সাখাওয়াতুল ইসলাম পরাগ, সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান অর্নব ও জাহিদ হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক নাইমুর,রাকিব,সালমান,মামুন ও মাসফিক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুস শুক্কুর আইমান, সমাজসেবা সম্পাদক রবিন মিয়া শাওন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিরাজ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম শাওন, পাঠাগাফ সম্পাদক আতিক সিয়াম এবং সদস্য আফনান ও শিহাব।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon