সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
 

ঠাকুরগাঁওয়ে বিএনপি’র ও পুলিশের সংঘর্ষ দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া, আটক- ১

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩

---

মোঃ মিনহাজ আলম
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে সকাল থেকে সাধারণভাবে চলছিল ,বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। ভারী ও দূরপাল্লার যানবাহন চলাচল না করলেও ছোট ছোট যানবাহনে চলাচল করতে দেখা গেছে শহরের সাধারণ মানুষকে। বেলা ১০টার দিকে শহরের অধিকাংশ দোকানপাট খুলতে দেখা গেছে দোকানদারদের।

সড়ক-মহাসড়কের কোথাও কোনো বিএনপি নেতাকর্মীদের হরতালের সমর্থনে পিকেটিং করতে দেখা যায়নি । কিন্তু রোববার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে হরতালের সমর্থনে এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আটক হওয়ার প্রতিবাদে বিএনপিকর্মীরা, একটি বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি কালিবাড়ি এলাকায় এসে পৌঁছালে পুলিশ মিছিলে বাঁধা দেয়। পরে পুলিশের সাথে বিএনপিকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুরলে ,পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের সামনে অবস্থান নেয়। এরপর পুলিশের সঙ্গে চলে তাদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

এ ঘটনায় দুই পক্ষের মধ্যে কারোও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে মিছিল স্থল থেকে মাহবুবুর রহমান বাবু নামে একজন কে আটক করা হয়েছে ।

এবিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছুড়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon