বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতাকর্মীদের গ্রেফতার, সরকারের পদত্যাগের এক দফা দাবি, মহাসমাবেশে হামলা প্রতিবাদে বিএনপি - জামায়াত ও বিরোধী দল গুলোর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচির প্রথম দিনে ছাড়ছে না কোন দূরপাল্লার বাস ঢাকা থেকে।
অবরোধ কর্মসূচির প্রথম দিনে সাধারণ মানুষের চলাচল অন্যান্য দিনের তুলনায় কম দেখা গেছে। সকাল থেকে রাস্তায় গণ পরিবহন কম কিন্তু বেলা যতো বাড়ছে গাড়ির সংখ্যা ও বাড়ছে। সড়কে যানবাহন কম থাকলেও আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
তবে সকাল থেকে রাজধানীর সায়দাবাদ, গুলিস্থান, যাত্রাবাড়ী এলাকায় অবরোধের সমর্থনে কোন মিছিল করতে দেখা যায়নি। পরিবহন মালিক ও শ্রমিকরা জানান বিএনপি - জামায়াতের ডাকা হরতালের জন্য অনেকেই ভয় পাচ্ছেন বাস বের করতে। আতঙ্কে যাত্রীরা বাসা থেকে বের হচ্ছে না।
বিএনপি - জামায়াত ও বিরোধী দল গুলোর দেশব্যাপী সর্বাত্মক কর্মসূচি শুরু হয়েছে সরকারের পদত্যাগ দাবিতে। তিনদিনের এ অবরোধ কর্মসূচি দুই নভেম্বর (বৃহস্পতিবার )পর্যন্ত চলবে।
মন্তব্য