চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
” স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এই স্লোগান নিয়ে ১ নভেম্বর দেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় যুব দিবস-২০২৩।
দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তর আলোচনা সভা, প্রশিক্ষণ ভাতা বিতরণ এবং ফ্রিল্যান্সিং সহ বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধনসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।
বুধবার (১ নভেম্বর) সকাল ১০ টায় জেলা যুব কমপ্লেক্সে বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।
পরে যুব উন্নয়নের হলরুমে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আহমেদ মাহবুব উল ইসলাম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার মো ছাইদুল হাসান (পিপিএম), জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদসহ অন্যরা
সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন, জেলা যুব উন্নয়নের উপপরিচালক আব্দুল মান্নান।
প্রশিক্ষণার্থীদের মধ্যে থেকে অভিজ্ঞতা বিনিময় করে বক্তব্য দেন, জিনিয়া পারভিন।
সভা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে যুব ঋনের চেক,সনদ পত্র,স্মার্ট ড্রাইভিং কার্ড ও প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়।
এছাড়া ফ্রিল্যান্সিং, বিউটিফিকেশন, কৃষি ও হার্টিকালচার যানবাহন চালনা এবং মৎস চাষসহ বিভিন্ন প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয় অনুষ্ঠানে ।
মন্তব্য