সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
 

পত্নীতলায় সেচের পানি বন্টনে ন্যায্য মূল্য নিশ্চিতকরণে মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৩

---
কাওছার হাবিব- পত্নীতলা নওগাঁ

নওগাঁর পত্নীতলা উপজেলায় কৃষকদের জমিতে সেচের পানি বন্টনে ন্যায্য মূল্য নিশ্চিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ১ নভেম্বর ) সকাল ১০ ঘটিকায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ পত্নীতলা জোনাল দপ্তরের আয়োজনে জাতীয় শুদ্ধাচার কৌশল পরিকল্পনা ২৩-২৪ অর্থ বছরের অধীনে মাটিন্দর ইউনিয়নে সকল স্কিমভুক্ত কৃষকদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় বিএমডিএ নওগাঁ রিজয়ন-২ এর নির্বাহী প্রকৌশলী শাহ্ মোহাম্মদ মন্জুরুল ইসলাম সভাপতিত্ব করেন।

এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা জোনের সহকারী প্রকৌশলী তারিক আজিজ, উপসহকারী প্রকৌশলী, সহকারী ব‍্যবস্থাপক ( কৃষি), সাইট মেকানিক, মাটিন্দর ইউপি সদস‍্য শ্রী শ‍্যামল বর্মন, অপারেটর ইয়াসিন আলী সহ সাংবাদিক কাওছার হাবিব অন‍্যান‍‍্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কৃষকদের উদ্দেশ্যে প্রকৌশলী শাহ্ মোহাম্মদ মন্জুরুল ইসলাম বলেন, ভূগর্ভস্থ সেচনালার মাধ্যমে স্বল্প খরচে কৃষক কিভাবে লাভবান হবেন সে বিষয়ে জানান তিনি। এছাড়াও ন্যায্য মূল্যে প্রতিটি কৃষক পানি পাবেন বলেও জানান। নলকূপের যাবতীয় মালামাল সংরক্ষণের জন্য পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন তিনি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon