চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা ১১ টায় শহরের বালিগ্রামে আধুনিক কসাইখানার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো রুহুল আমিন।
পৌরসভার মেয়র মো মুখলেসুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মোস্তাফিজুর রহমান, প্যানেল মেয়র (১) ও স্থানীয় কাউন্সিলর সালেহ উদ্দিন ভোলা, পৌর কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, সংরক্ষিত নারী কাউন্সিলর নাজনীন ফাতেমা জিনিয়াসহ পৌরসভার অন্যান্য কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা বৃন্দ। সরকারের প্রাণিসম্পদ ও ডেইরী প্রকল্পের আওতায় প্রায় ১০ কোটি টাকা ব্যায়ে আধুনিক পরিবেশবান্ধব কসাইখানার নির্মানকাজ উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হচ্ছে।
মন্তব্য