শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
 

রাঙ্গুনিয়ায় বাস ও ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৩

---

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘণ্টার অবরোধের প্রথম দিন রাঙ্গুনিয়ায় দুইটি ট্রাকে আগুন দেয়ার পর গতকাল আবারও তিনটি বাসে ভাঙচুর করে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা।

খবর পাওয়া পর্যন্ত বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা লিচু বাগান এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায় বাস তিনটির মালিক এ বি ট্রাভেলস। পরিবহনের মালিক পক্ষ হতে রাসেল চৌধুরী জানান, তাদের বাসগুলো প্রতিদিনের মতো চন্দ্রঘোনা গণবিদ্যালয়ের সামনের নির্ধারিত স্থানে রাখা হয়। ভোররাত ৩টা থেকে ৪টার মধ্যে ১০/১৫ জন মুখোশধারী দেশিয় অস্ত্রহাতে সেখানে হামলা চালায়। তারা প্রথমে একটি বাসে পেট্টোল দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। এছাড়া ভাঙচুর করা হয় আরও দুটি বাস। এরপর তারা পাশের পাহাড় দিয়ে পালিয়ে যায়। ভাগ্যক্রমে বাসের ভেতর থাকা চার জন স্টাফ কোনোরকম প্রাণে রক্ষা পায়।

এপ্রসঙ্গে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন বলেন, রাস্তায় দাঁড়ানো অবস্থায় এ বি ট্রাভেলস নামের একটি বাসে আগুন দেওয়া হয়। আধাঘণ্টার চেষ্টায় বাসের আগুন নেভানো হয়। এছাড়া একই পরিবহনের আরও দুটি বাসও ভাঙচুর করা হয়েছে। তবে বাসে কেউ ছিলেন না।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অবরোধকারীরা পালিয়ে যায়। কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।’

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon