সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
 

নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৩

---
মোঃ মিনহাজ আলম
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

পুলিশ জনতা ঐক্য করি-স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে পালন করা হয়েছে কমিউনিটি পুলিশিং ডে।

আজ (৪ নভেম্বর) শনিবার সকাল ১০ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে, বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। উদ্বোধন শেষে পুলিশ সুপার কার্যালয় থেকে একটি র‌্যালী বেড় হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ার চত্বরে গিয়ে শেষ হয়।

র‌্যালী শেষে কমিউনিটি পুলিশিং ফোরাম ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে জেলা বিডিহলে একটি আলোচনা সভার আয়োজন করা হয় । সেখানে কেক কাটা, আলোচনা সভা ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার ও সদস্যদের সম্মাননা প্রদান করা হয় ।

এসময় ইউএসডিওর নির্বাহী পরিচালক, ড. মুহাম্মদ শহীদ উদ জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, মূখ্য আলোচক হিসেবে ছিলেন, উত্তম প্রশাদ পাঠক, পুলিশ সুপার ঠাকুরগাঁও, আরোও উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, অরুনাংশু দত্ত টিটো, জেলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় সহ, জেলা পৌরসভার মেয়র,আঞ্জুমান আরা বন্যা।

অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে । অনুষ্ঠান সঞ্চালনা করেন ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার( হিসাব ও অর্থ) লিজা বেগম । এছাড়াও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ অফিসার ও সদস্যদের সম্মাননা প্রদান করা হয় ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon