সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
 

পাইকগাছায় কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উপলক্ষে আলোচনা সভা

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৩

---
এম জালাল উদ্দীন। পাইকগাছা।

পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” প্রতিপাদ্যের আলোকে খুলনার পাইকগাছা থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) সকাল ১০ টায় পাইকগাছা থানা চত্বরে থানা প্রশাসন কতৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। তিনি বলেন, পুলিশ জনগণের সেবক এবং জনকল্যাণে কাজ করায় পুলিশের লক্ষ্য, পাশাপাশি মাদকের ব্যাপারে কোনো ছাড় নাই মর্মে সতর্কবার্তা দেন তিনি।

অনুষ্ঠেয় সভায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ সাইফুল ইসলাম, পাইকগাছা থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোঃ দাউদ শরীফ, পাইকগাছা থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ও ৬নং লস্কর ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান (তুহিন), কমিউনিটি পুলিশিং ফোরাম পাইকগাছা পৌর শাখার সভাপতি শেখ আনিসুর রহমান (মুক্ত)।

কমিউনিটি পুলিশিং ফোরাম পাইকগাছা পৌর শাখার সাধারণ সম্পাদক মোঃ মায়নুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাড়ুলী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কালাম আজাদ, সোলাদানা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া, গড়ইখালী ইউপি চেয়ারম্যান গাজী আব্দুস সালাম কেরু, কাজল কান্তি বিশ্বাস, মোঃ কওছার আলী জোয়ারদার।

এছাড়াও আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন পাইকগাছা থানা পুলিশ এর সদস্যবৃন্দ ও উপজেলার প্রত্যেক ইউনিয়ন থেকে আগত পুলিশিং ফোরামের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon