রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
 

ঢাবির চৈতালি বাসে দুর্বৃত্তদের আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৩

---
রবিবার (৫ নভেম্বর) ১.৩০ এর ডাউন ট্রীপ শেষ করে আসার পথে মিরপুর বাংলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চৈতালি বাসে আগুন দেয় দূর্বৃত্তরা।

এসময় বাংলা কলেজের শিক্ষার্থী ও স্থানীয়দের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আসে। দূর্বৃত্তরা বাসে আগুন দিয়ে পালিয়ে যায় ্এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি প্রশাসন।

গণতন্ত্র পুনরুদ্ধারে ৪৮ ঘন্টা অবরোধের ডাক দেয় বিএনপি-জায়ামাতসহ বিরোধীদলীয় রাজনৈতিক জোট। এতে রাজনৈতিক পরিস্থিতি দিন দিন সংঘাতের দিকে যাচ্ছে। সারাদেশের কোথাও বাস চলাচল তেমন একটা চোখে পড়ছেনা। অবরোধের বিপক্ষে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্লাস পরীক্ষা খোলা রেখেছে। এজন্য শিক্ষার্থীদের বাধ্য হয়ে যাতায়ত করতে হয়। এমতাবস্থায়, শিক্ষার্থীদের বাসে আগুন দেওয়ার কারণে সবার মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

এছাড়াও অধিকাংশ শিক্ষার্থী ক্লাস ও পরীক্ষা বয়কট করেছে বলে জানা গেছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পরীক্ষা থাকলেও কয়েকটা ডিপার্টমেন্টে শিক্ষার্থীরা পরীক্ষা বয়কট করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা প্রশাসনের উদ্যোগে অসন্তুষ্টি প্রকাশ করেছে। এবং হরতাল-অবরোধে শিক্ষার্থীদের কথা চিন্তা করে ক্যাম্পাস বন্ধ রাখা দাবিও ব্যক্ত করেছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon