জবি প্রতিনিধি,
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আপলিফ্ট ইউর ক্যারিয়ার ৩.০ প্রোগ্রামে স্পিকার হিসেবে থাকছেন মেটলাইফ বাংলাদেশের ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ সালাউদ্দিন।
১৮ তারিখ শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়াম রুমে আপলিফ্ট ইউর ক্যারিয়ার ৩.০ অনুষ্ঠিত হবে।
২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় চাকরিক্ষেত্রে কিভাবে ভালো করা যায় এবং কিভাবে নিজেকে প্রস্তুত করতে হবে সে বিষয়ে তিনি প্রশিক্ষণ দিবেন এবং প্রশ্ন উত্তর করবেন।
উল্লেখ, মোহাম্মদ সালাউদ্দিন তৎকালীন জগন্নাথ কলেজের ইংরেজি বিভাগের কৃতি শিক্ষার্থী ছিলেন এবং পরবর্তী তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে তার স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি যুক্তরাজ্যের এবিপি বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট স্নাতকোত্তর ডিপ্লোমা সম্পূর্ণ করেন। বর্তমানে তিনি মেটলাইফ বাংলাদেশের ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।
প্রসঙ্গত, ক্যারিয়ার ক্লাবের আফলিফ্ট ইউর ক্যারিয়ার ৩.০ তে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেজিষ্ট্রেশন করতে পারবে সিট খালি থাকা সাপেক্ষে। রেজিষ্ট্রেশন শেষ সময় ১০ তারিখ ( শুক্রবার)।##
মন্তব্য