সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
 

রুমে আটকে মারধরের প্রতিবাদ ও বিচারের দাবিতে বশেমুরবিপ্রবি ফিশারিজ বিভাগের মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৩

---
বশেমুরবিপ্রবি প্রতিনিধি,

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন বায়োসাইন্স বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেনকে শারিরীক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ১১ টায় প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, শেখ রাসেল হলের ৩০৩ নং রুমে সাজ্জাদকে বন্দি করে মারধরের ঘটনা ঘটে। সেখানে প্রায় ৮ থেকে ১২ জন দুপুর ১ টার দিকে লাঠি ও রড নিয়ে তার রুমে ঢুকে প্রায় তিন ঘন্টা ধরে অমানবিক নির্যাতন চালায়। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয় এতে সেই শিক্ষার্থী মাথায় মারাত্মকভাবে আহত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “ফিসারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের একাধিক শিক্ষার্থীর উপর ফার্মেসি বিভাগের শিক্ষার্থী কর্তৃক বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই এবং অতি দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি করি।অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon