শেরপুর থেকে মোঃ সাইদুর রহমান আপন,
মানবতার জয় হোক, হাতে রেখে হাত, সেবাই মোদের কাম্য, মানব সেবার প্রত্যায়ে এই স্লোগান কে ধারণ করে ৭ নভেম্বর মঙ্গলবার দুপুরে শেরপুরের মোবারকপুর কল্যাণ সংস্থার উদ্যোগে ওমোবারকপুর কল্যাণ সংস্থার আয়োজনে শেরপুর সদর উপজেলা আখের মাহমুদ বাজার সংলগ্ন অফিসে দুস্থদের জন্য খাবার আয়োজন করা হয়েছে।
উক্ত আয়োজন সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু জরুরী একটি কাজের কারণে আসতে না পারায় তার প্রতিনিধি হিসাবে মোঃ লেবু ও মোঃ লিটন মিয়া উপস্থিত হন।এসময় আরও উপস্থিতি ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা ও মোবারকপুর কল্যাণ সংস্থার সচিব আবুলায়েজ মোঃ বজলুল করিম বাপ্পি,মোবারকপুর কল্যাণ সংস্থারনারী ও শিশু বিষয়ক সম্পাদক মোছাঃ রুজিনা আক্তার ,সভাপতি এমদাদুল হক মিলন,সিনিয়র সহ সভাপতি মোঃ ফজলুল করিম,প্রচার সম্পাদক মোঃ আরিফ মিয়া,কোষাধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম সহ অএ সংসার বিভিন্ন পদে কর্মকর্তা, কর্মচারী, এলাকার সুশীল সমাজ সহ বিভিন্ন এলাকা ভিত্তিক দুস্থ, অসহায় মানুষ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিক গণ।
নারী ও শিশু বিষয়ক সম্পাদক মোছাঃ রুজিনা আক্তার , বলেন আমরা মানুষের জন্য কাজ করি, আমাদের সংস্থা তেমন একটা বড়ো না তাই আমরা নিজেদের উদ্যোগে অল্পপরিসরে কাজ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমারা এলাকায় ঘুরে ঘুরে গরীব, অসহায় , মানুষকে খুজে তাদের সহযোগিতা করি। খাবার থেকে শুরু করে চিকিৎসা, লেখা পড়া, শীত বস্থবিতরণ, পরিধানের জন শাড়ি লুঙ্গি ও বিভিন্ন ভাবে সহযোগিতার জন্যে এগিয়ে যাই।
আমরা বর্তমানে প্রতিমাসে এক দিন করে গরীব, অসহায় দুস্থদের খাবারের আয়োজন করেছি মহান আল্লাহুতায়ালা যদি আমাদেরকে তেমন সমর্থ্য দেন তাহলে আমরা প্রতি সপ্তাহে অথবা প্রতিদিন আমরা এভাবে
দুস্থদের মুখে খাবার তুলে দিবো ইনশাআল্লাহ।
আমরা যেন এমন উদ্যোগ নিয়ে কাজ করতে পারি সেই জন্য সবার কাছে আমরা দোয়া চাই। এবং আমাদের সাথে যদি কেউ এই মহান কাজের সামিল হতে চান তাহলে আমরা তাদেরকে সদরে গ্রহণ করে নিবো। তাই আসুন আমরা সবাই এক সাথে হাতে হাত রেখে মানবতার পাশে থাকি সব সময় বা মানবতার কাজ করি।
সভাপতি এমদাদুল হক মিলন,
তিনি বলেন আমরা মানবতার কাজ করে যাচ্ছি, আমাদের সাধ্যমত মহান আল্লাহ তায়ালা যদি আমাদেরকে সামর্থ্য দান করেন, তাহলে তাহলে আমরা এর চাইতে প্রচার-প্রসার বৃদ্ধি করে আরো ভালোভাবে কাজ করতে চাই। সবাই আমাদের জন্য এবং আমাদের সংস্থার জন্য দোয়া করবেন।
মন্তব্য