শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
 

র‍্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে বশেমুরবিপ্রবি

ক্যাম্পাস
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৩

---

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) র‌্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অত্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এবং বাহিরে কোন শিক্ষার্থীকে র‍্যাগিং (ডেকে নিয়ে মানসিক বা শারীরিক ভাবে হেনস্থা, পরিচিত হওয়া, সালাম নেওয়া ইত্যাদি) করা যাবে না। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তার/তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শান্তির ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিষয়ে কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রনি ইসলাম বলেন, বলেন,
প্রতিবছর নতুন শিক্ষার্থীরা অনেক উৎসাহ নিয়ে ক্যাম্পাসে আসেন। বিভিন্ন সময় দেখা যায় সিনিয়ররা জুনিয়রদের পরিচয় করানোর নামে যে মানসিক নির্যাতন করেন তা অত্যন্ত জঘন্য কাজ। এতে শিক্ষার্থীদের মনোবল ভেঙ্গে যায়। তাই র‍্যাগিং এর বিষয়ে প্রশাসনকে সবসময় সতর্কতা থাকতে হবে।

প্রসঙ্গত, ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টার শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। এ উপলক্ষে র‌্যাগিংয়ের ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে প্রশাসন।

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon