রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
 

জবিতে আন্ত:বিভাগ ভলিবলে চ্যাম্পিয়ন মনোবিজ্ঞান ও উদ্ভিদবিজ্ঞান বিভাগ

ক্যাম্পাস
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৩

---
জবি প্রতিনিধি,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্তঃ বিভাগ ভলিবল খেলায় ছাত্রদের ভিতর চ্যাম্পিয়ন হয়েছে মনোবিজ্ঞান বিভাগ এবং ছাত্রীদের ভিতর চ্যাম্পিয়ন হয়েছে উদ্ভিদবিজ্ঞান বিভাগ।

আজ ৯ নভেম্বর (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ প্রাঙ্গনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ছাত্রদের মঝে সেরা খেলোয়াড় হিসেবে মনোবিজ্ঞান বিভাগের গোলাম সারোয়ার এবং সেরা খেলোয়াড় (ছাত্রী) হিসেবে উদ্ভিদবিজ্ঞান বিভাগের রোকসানা খাতুন নির্বাচিত হয়েছেন।

খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া উপ-কমিটি (ভলিবল, বাস্কেটবল ও হ্যান্ডবল) এর আয়োজনে ৫ম আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা (ছাত্র-ছাত্রী) এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্রীড়া উপ-কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন,
খেলাধুলার মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিচিতি প্রসার পাচ্ছে। ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশে স্মার্ট খেলোয়াড়রাই সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল এবং ক্রীড়া উপ-কমিটির সদস্যবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon