এম জালাল উদ্দীন, পাইকগাছা প্রতিনিধি:
খুলনার পাইকগাছার লতা ইউনিয়নে মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রয় ও ক্রেতাদের ঠকানোর অভিযোগে বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ইউএনও আল-আমিন।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার লতা ইউনিয়নের কাঠামারী বাজারে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন।
এসময়ে স্থানীয় ব্যবসায়ী আনন্দ মোহন মন্ডল’কে ডেট অভার মাল বিক্রয় ও ক্রেতাদের ঠকানোর অপরাধে ভোক্তা সংরক্ষণ আইনে ৫ শত টাকা জরিমানা করা। এছাড়াও পরবর্তীতে মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রিয় না করার জন্য বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন। উপরে উল্লেখিত বিষয়ে উপজেলা প্রশাসনের এ কর্মকর্তা জানান, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, নির্বাচন অফিসার মোঃ ছামিউল আলম, পেশকার মোঃ ইব্রাহিম হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি সহ আনসার সদস্যবৃন্দ।
মন্তব্য