সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ০১ নং ওয়ার্ডের মিজমিজি পূর্ব পাইনাদী সিদ্ধিরগঞ্জ কেন্দ্রীয় কবরস্থান মসজিদের পশ্চিম পাশে একটি জমিতে অবৈধ হোল্ডিং নাম্বার লাগিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে মৃতঃ সাইজুদ্দিনের পুত্র মোঃ মনজুরুল ইসলাম মজুর নামে।
অভিযোগ কারীরা জানায় সিদ্ধিরগঞ্জ মৌজাস্থিত সি. এস ও এস. এ -১৩৫৮. আর. এস - ১০৬৯ ও ১০৭০ নং দাগের ০৪ শতাংশ সম্পত্তির পৈত্রিক এবং মাতৃ সূত্রে প্রাপ্ত হয়ে আমাদের নিজ নামে নামজারী সহ খাজনাদি নিয়মিত পরিশোধ করে আসছি কিন্তু হটাৎ একদিন আমাদের ওই জমিতে মোঃ মনজুরুল ইসলাম মজুর নামে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একটি হোল্ডিং- ২২৮, ব্লক - বি, রোড নং- ০৩ দেখতে পাই পরবর্তীতে সিটি কর্পোরেশনে যোগাযোগ করে জান্তে পারী এই হোল্ডিংয়ের বিষয় সিটি করপোরেশনের কেউ অবগত না তাছাড়া তাদের কাছে এই ধরনের কোন হোল্ডিং নাম্বার রেজিস্ট্রার খাতায় বা কম্পিউটারে এন্ট্রি নাই।
পরবর্তীতে বিষয়টি নিয়ে এলাকার লোকজনের মুখে আলোচনা হলে মনজুরুল ইসলাম মজু হোল্ডিং নাম্বারে উপরে তার নামের অংশটুকু কাগজে আঠা লাগিয়ে ঢেকে রাখে।
এমতাবস্থায় অভিযোগ কারিরা জানায় আমরা আমাদের সম্পত্তি মনজুরুল ইসলাম মজুর কাছে বিক্রি বা কোনভাবে হস্তান্তর করিনাই। সে কিভাবে এই সম্পত্তি তার দাবি করছে এবং কিভাবে এই হোল্ডিং নাম্বার লাগিয়েছে আমরা তার সাথে যোগাযোগ করলে সে আমাদের তাঁর সন্ত্রাসী লোকজন দিয়ে আমাদের জমিতে না যাওয়ার জন্য হুমকি দিয়ে যাচ্ছে। তাই আমরা আমাদের জীবন ও সম্পদ রক্ষায় সিদ্ধিরগঞ্জ থানা বরাবর একটি অভিযোগ দায়ের করি যাহারা নং - ৬৪০৭।
অভিযোগ কারীরা আরও জানায় এই ধরনের অবৈধ হোল্ডিং নাম্বার লাগিয়ে বা জাল জালিয়াতির মাধ্যমে অন্নের অর্থ সম্পদ আত্মসাৎ কারিদের বিরুদ্ধে আইনগত কঠিন ব্যবস্থাগ্রহণ করার জন্য এমপি মহোদয়, মেয়র মহোদয় ও প্রশাসন সহ সকলের প্রতি সুদৃষ্টি কামনা করছে। এবং দৃষ্টান্ত মুলুক শাস্তি দাবি করেন।
মন্তব্য