রিপোর্ট- জাহাঙ্গীর আলম পলক ,
রাজধানীর ডেমরার খাঁননগরের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ককটেল ও ককটেল তৈরির সরজ্ঞামাদি উদ্ধারসহ দুই জনকে গ্রেফতার করেছেন র্যাব।
সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডেমরায় খাঁননগর এলাকার পরিত্যক্ত বাড়িটি ঘিরে রাখে র্যাব-৩।
বাড়িতে নাশকতার উদ্দেশ্যে ককটেল তৈরির সময় দুই জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫টি ককটেল এবং ককটেল তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- মোহাম্মদ জাকির শিকারি (৩৫) ও মোহাম্মদ ইসরাফিল ভূঁইয়া (৫০)।
ঘটনা স্থল থেকে সংবাদ সম্মেলন করেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, তিনি বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের কে আটক করা হয়। এবং এই পর্যন্ত ৬ ককটেল বিস্ফোরণ এর ঘটনা তারা ঘটিয়েছে এবং খবর পেয়ে ঘটনাস্থলে র্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট ও কাজ করছেন।
তিনি আরও বলেন, প্রথামিক ভাবে অভিযান শেষ হয়েছে। তারা দুজনই বিএনপির কর্মী এবং ককটেলের অন্যতম যোগানদাতা। তাদের বিরুদ্ধে ডেমরা থানায় বিস্ফোরক আইনে মামলা গ্রহণ এর প্রস্তুতি চলছে।
মন্তব্য