রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
 

রূপগঞ্জে লেপতোশক তৈরিতে ব্যস্ত কারিগরেরা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩

---
মোঃ রাকিবুল ইসলাম রাসেল
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:

সারা দেশে জেকে বসেছে শীত লেপ -তোশক তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগরেরা।

নারায়নগঞ্জের রূপগঞ্জে হালকা কুয়াশায় শীতের আমেজ বিরাজ করছে জনসাধারণ নড়েচরে বসছেন। অনেকটা ব্যস্ততা বেড়েছে এ শিল্পে। রূপগঞ্জে রাতে ও সকালে শীত অনুভূত হচ্ছে। অনুভূতি কাজে লাগিয়ে যত্নে রাখা বিভিন্ন বাড়িতে পাড়ায় পাড়ায় লেপ-তোশক বের করছে গৃহিনীরা, অনেকই মেরামত বা নতুন করে তৈরি করে নিচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে কারিগরেরা ধনুক দিয়ে তুলা ফেটিয়ে নিয়ে তৈরি করছেন লেপ-তোশক। বাতাসে উড়ে বেড়ানো তুলা জানিয়ে দিচ্ছে শীত এসে গেছে।
এছাড়াও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ হাটবাজারে কারিগররা লেপ তোশক বালিশ বিক্রি ও তৈরিতে কাটছে ব্যস্ত সময়। রূপগঞ্জ উপজেলার ভূলতা বাজারের কারিগর আলিনুর (৫২) সাংবাদিকদের জানান, সপ্তাহ আগেও তেমন কাজকর্ম ছিল না এখন কেবল শীতের শুরু। আর কয়েকদিন পর রাত-দিন সমান তালেই কাজ করতে হবে আমাদের, এ পেশায় ৩৫ বসর হয়ে গেলো তাঁর। বতর্মানে পুরনো লেপ ভেঙ্গে নতুনভাবে তৈরির অর্ডার বেশি পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে গামের্ন্টসের তুলা দিয়ে তৈরি লেপও বিক্রি হচ্ছে। সামনে বিয়ের মৌসুম পাশাপাশি শীত পড়তে শুরু করছে এ কারণে প্রতিদিন গরে ৩/৪ টি অর্ডার পাচ্ছি। যাজিম ও দুটি বালিশসহ দাম পরছে ২ হাজার টাকা। লেপ গার্মেন্টস তুলা দিয়ে তৈরি বালিশসহ ১১ থেকে ১৫শ টাকা। বাঙ্গার তুলায় লেপ, বালিশ ছাড়া ১৮ শত টাকা। প্রতিটি বালিশের মূল্য ১৫০-২০০টাকা। কোলবালিশ এর দাম ২৫০-৩০০ টাকা প্রতি কেজি গার্মেন্টস সাদা ২০০ এবং কালার ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এ রূপগঞ্জ উপজেলায় মোট ৫০-৬০ জন এ পেশার সাথে জরিত বলে জানান,আলিনুর। তিনি তাঁর নানার সাথে ছোটবেলা হতেই এ কাজ করেন, তুলার দাম প্রতিবছর দু-এক টাকা বেড়ে যায় এবং মহাজনের নিকটে লেনদেন হওয়ায় তেমন একটা বুঝতে পারিনা। তবে চাওয়া মাত্র প্রয়োজনিয় মাল সরবরাহ করে মহাজনরা। যাজিম তৈরি হয় ব্লেজার তুলা। আমারা প্রতিটি লেপ পাঁচ কেজি তুলা দিয়ে বানিয়ে বিক্রি করছি। এর পাশাপাশি অগ্রিম কিছু লেপ-তোশক বানিয়ে রাখছি। সাধারণত অনেক ক্রেতা রেডিমেট ভাবে এসব ক্রয় করে থাকেন।’ তিনি আরও জানান, এবার তুলার দাম একটু বেশি হবার কারণে বড় লেপের দাম একটু বেড়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon